1. admin@dailygomutipratidin.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ৭ দালাল আটক; ৩ মাসের কারাদন্ড বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হোটেলে হাত-পা বাঁধা নারীর লাশ, ‘স্বামীকে’ খুঁজছে পুলিশ বুড়িচংয়ে যুবদলের সদস্য সচিবের সংবাদ সম্মেলন বুড়িচং এসোসিয়েশন ফ্রান্স(বাফ)” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও বাৎসরিক আনন্দ ভ্রমণ-২০২৪ উদযাপিত বুড়িচং সদর ইউনিয়ন জগতপুর গ্রামের  বিএনপি ও এর অংগসংগঠনের কর্মী সমাবেশ।  চান্দিনা থানা ঘেরাও করেছে পল্লী বিদ্যুৎ কর্মচারী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ বুড়িচং রাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর অংগসংগঠনের কর্মী সমাবেশ সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধূরী আর নেই বুড়িচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

অকৃতজ্ঞ মানুষ জাহান্নামী

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পঠিত

এম এম তোহা :

কিয়ামতের দিন দুনিয়ার সব মানুষ ও জ্বীন জাতিকে একত্রিত করা হবে। তাদের সব নেক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে।

এরপর তাদের সকলেরই জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে।
কথাগুলো পবিত্র কোরআনে আল্লাহতায়ালা এভাবে বর্ণনা করেছেন, ‘যে দিন তোমাদের আগে পরের সব মানুষ ও জ্বীন জাতিকে একত্র করা হবে একত্র করা হবে সে মহাসমাবেশের দিনটির জন্য, যেদিন বলা হবে, হে মানুষ ও জ্বীন! আজকের দিনটিই হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন; লাভের দিন তার জন্য যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি আজ তার গোনাহ মোচন করে দিবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে; আর এটাই হচ্ছে পরম সাফল্য। এটা লোকসানের দিন তাদের জন্যে যারা আল্লাহতায়ালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে, এরা সবাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে; কতো নিকৃষ্ট সেই আবাসস্থল!’ –সূরা আত তাগাবুন : ৯-১০

শেষ বিচারের দিন জাহান্নামের চূড়ান্ত ফয়সালা যাদের জন্য হবে তাদের মাঝে আল্লাহতায়ালার নিয়ামতের অকৃতজ্ঞকারীরা থাকবেন। অর্থাৎ যারা দুনিয়ায় আল্লাহর দেওয়া নিয়ামতসমূহের কথা অস্বীকার করে এবং তার কৃতজ্ঞতা আদায় করে না- তারা জাহান্নামী।
বিচিত্র এই দুনিয়ার দিকে একটু তাকালে, এসব নিয়ে একটু চিন্তা-বিবেচনা করলে খুব সহজেই বুঝা যায়, আল্লাহতায়ালা মানুষের জন্য অসংখ্য নিয়ামত দিয়ে এই দুনিয়া ভরপুর করে রেখেছেন।

মানুষের শরীরের এক একটা অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। প্রকৃতির মধ্যে সৃষ্ট যেমন- চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্ট নিয়ামত। প্রতিটি উদ্ভিদ ও প্রাণী মানুষের কোনো না কোনো কল্যাণে নিয়োজিত। ফল-ফুল, শস্য ও ফসলে ভরপুর এই সমগ্র বিশ্বের প্রতিটি জিনিস মানুষের কল্যাণে নিয়োজিত।
যারা এই নিয়ামতের অকৃতজ্ঞকারী তাদের সম্পর্কে আল্লাহ্ বলছেন, ‘(হে নবী!) আপনি কি তাদের অবস্থা পর্যক্ষেণ করেননি, যারা আল্লাহতায়ালার নেয়ামত অস্বীকার করার মাধ্যমে (তা) বদলে দিয়েছে, পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের (এক চরম) স্তরে নামিয়ে এনেছে। জাহান্নামের অতলে (সেখানে) তারা সবাই প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বাসস্থান! এরা আল্লাহ তায়ালার জন্য কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা (সাধারণ মানুষকে) তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে; (হে নবী! এদের) আপনি বলুন (সামান্য কিছুদিনের জন্যে) তোমরা ভোগ করে নাও, অতঃপর (অচিরেই জাহান্নামের) আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। ’ -সূরা ইবরাহিম : ২৮-৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক গোমতী প্রতিদিন
Theme Customized By Shakil IT Park