মোহাম্মদ ইকবাল হোসেন ঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নংপীরযাত্রাপুর ইউনিয়েনের কন্ঠনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকমিনা আক্তারকে শনিবার ৯ নভেম্বর ব্যাপক আয়োজন করে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, এলাকাবাসী এবং ইউনিয়নের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন মিলে এই সংবর্ধনার আয়োজন করেন। বিদায়ী প্রধান শিক্ষক মুকমিনা আক্তার এই স্কুলে দীর্ঘ ত্রিশ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এতদঅঞ্চলে শিক্ষার প্রসার ঘটান। তিনি সকল মানুষের শ্রদ্ধা এবং ভালবাসা অর্জনে সমর্থ হন। বিদায়ী প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আমার মনে হয় এই স্কুলটিই আমার বাড়িঘর। প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার উম্মে সালমা। সভাপতিত্ব করেন, মোঃ লিলু মিয়া বিএসসি। জহিরুল ইসলাম মেম্বার এবং সংগঠক ওমর ফারুকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল হান্নান , সাবেক প্রধার শিক্ষক শামসুল হক, সুপার সফিকুর রহমান, এড. মজিবুর রহমার, যোনাল ম্যানেজার সাহিদুজ্জামান, তফাজ্জল হোসেন মেম্বার শিক্ষক নেতা হাবিব মাষ্টার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষিকাকে ফুলদিয়ে গাড়ি সাজিঁয়ে বিপুল পরিমাণ উপহার সামগ্রী প্রদান করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হাছান।